এই মুহূর্তে কলকাতা

১৭ই ডিসেম্বর কলকাতায় পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


কলকাতা , ২৮ নভেম্বর:- স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকের নতুন দিন ঘোষণা হল। কলকাতায় ওই বৈঠক ১৭ ডিসেম্বর হবে স্থির হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকবেন। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের থাকার কথা। প্রসঙ্গত এই বৈঠক হওয়ার কথা ছিল ৫ নভেম্বর। অমিত শাহের নিজস্ব কিছু কর্মসূচি থাকায় সেই সময় তিনি যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। তাই বৈঠক স্থগিত হয়ে যায়। ওই দিন বৈঠকের পরে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা কথা হতে পারে বলে নবান্ন সুত্রে খবর। এরাজ্য সহ দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ

রোধ সহ বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান সূত্র খুঁজতে নিয়মিত বসে পূর্বাঞ্চলীয় পর্ষদ বৈঠক।এর আগে ২০১৮ সালে এরাজ্যে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্য়ে এরাজ্যে পরিষদের বৈঠক বসতে চলেছে।মাওবাদী সমস্যা ছাড়াও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নদী জলের সুষম বণ্টনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। পূর্বাঞ্চলীয় পরিষদ বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ও ঝাড়খণ্ডকে নিয়ে গঠিত। এই পরিষদের চেয়ারম্যান কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দু’জন করে মন্ত্রী এর সদস্য। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন বলে জানা গিয়েছে।