এই মুহূর্তে জেলা

কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে উপস্থিত দুই শতাধিক বিদেশি পর্যটক।

হুগলি, ২০ ফেব্রুয়ারি:- ভারতীয় ধর্মীয় সংস্কৃতি কে চাক্ষুষ করতে কোন্নগর রাজ রাজেশ্বরী মন্দিরে হাজির হলেন দুই শতাধিক বিদেশী পর্যটক। সোমবার সকালে জার্মানী, অষ্ট্রিয়া, কলম্বিয়া, ইতালির মতো দেশ গুলি থেকে ভক্তরা কলকাতা থেকে মন্দিরে এসে হাজির হন। রাজ রাজেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পুরীর প্রঞ্জানা মিশনের উদ্যোগে ভক্তরা কলকাতায় এসেছেন। নদীয়ার হাবিরপুরে পরমহংশ হরিহারানন্দের স্মৃতি মন্দির প্রতিষ্ঠা হবে। সেই উৎসব উপলক্ষ্যেই বিদেশী ও দেশীয় ধর্মীয় পর্যটকেরা এখানে সামিল হয়েছেন।

সকালে বেলুড় মঠ ঘুরে কোন্নগরে রাজরাজেশ্বরী মন্দিরে পুজো পাঠ করেন। এরপর দুপুরের প্রসাদ খেয়ে শ্রীরামপুরের রায়ঘাট ঘুরে দক্ষিণেশ্বর চলে যান। এ বিষয়ে রাজরাজেশ্বরী মঠ মন্দিরের পুজারী সাচ্চিস্বরুপ বলেন, করোনার আগে একবার বিদেশী ধর্মীয় পর্যটকেরা এসে ছিলেন। এবারের সংখ্যা অনেকটাই বেড়েছে। পুরী প্রঞ্জানা মিশনের পুজারী আদিত্য বানপ্রস্থ বলেন, ১৫ দিন আগে বিদেশী ভক্তরা পুরীতে এসেছেন। এরপর তারা কলকাতায় আসেন। এখানে তিন দিন কাটিয়ে নদীয়ায় স্মৃতি মন্দিরের প্রতিষ্ঠা উৎসবে যোগ দেবেন। সেখানে তিন দিন ধর্মীয় কর্মশালা শেষ করে ২৭ তারিখ বিদেশী ধর্মীয় পর্যটকেরা দেশে ফিরবেন। বাকি দেশীয় ভক্তরা পুরীর আশ্রমে থাকবেন।