হাওড়া , ২১ অক্টোবর:- আতশ বাজি নিয়ে কড়া হুশিয়ারি হাওড়া জেলা প্রশাসনের। গ্রিন ক্র্যাকার্সেই কেবল অনুমতি। ডুমুরজলার রিং রোডে উদ্বোধন বাজি মেলার। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় রিং রোডে বাজি মেলার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন অমিতাভ বসু ও অল বেঙ্গল বাজি এ্যাসোশিয়েশনের সম্পাদক শুভঙ্কর মান্না। এই বাজি মেলা নিয়ে কমিটির সম্পাদক জানান, তাঁরা গত ২৮ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু অনুমতি মেলে ১৪ অক্টোবর। ১২৫টি স্টলের জন্য অনুমতি দেয় প্রশাসন।
কিন্তু এত দেরিতে অনুমতি পাওয়ায় অনেককে জানানো সম্ভব হয়নি। ফলে ৮০টির স্টলের টার্গেট রাখা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ২৩টি স্টল বসেছে। আগামী ২৪ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। এই চার দিনের জন্য স্টল পিছু ২২ হাজার ৬০০ টাকা করে নেওয়া হয়েছে। বাজি মেলা কমিটির সম্পাদক সৌমিত্র মন্ডল আরও বলেন, প্রসাশনের তরফ থেকে জানানো হয় এবছরও সকলকে এই বাজি মেলায় এসেই বাজি কিনতে হবে। অন্যত্র বাইরে কাউকে বাজি বিক্রির অনুমতি দেওয়া হবেনা।