কলকাতা, ২১ অক্টোবর:- বিতর্ক ও বহু আন্দোলনের মাঝে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। যদিও ২০১৪ টেট উত্তীর্ণ চাকিরিপ্রার্থী যারা নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি না মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org, দুই ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, স্কুল শিক্ষা দফতর থেকে ১১ হাজারেরও বেশি শূন্য পদ তারা পেয়েছে। সেই শূন্য পদ গুলিতেই নিয়োগ করা হবে। তিনি এও জানিয়েছেন বছরে দু’বার নিয়োগ হবে। কোনও টেট পরীক্ষার্থী বসে থাকবে না। প্রসঙ্গত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে বেনজির পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে।