হাওড়া, ১৫ অক্টোবর:- স্ত্রীকে খুনের চেষ্টা করে পরে নিজেই ‘আত্মঘাতী’ হলেন স্বামী। এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার চেষ্টার পর নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চারাবাগান এলাকায়।
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে অশান্তি চলত প্রায়শই। শুক্রবার তা চরমে ওঠে। যার পরিণতিতে এই ঘটনা। মৃতের নাম অরূপ দুয়ারী। বয়স ৪৫। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।