হুগলি, ২০ আগস্ট:- দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। ডানকুনি মাদ্রাসার পাশে পাঁচ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থলে। স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভা কে জানিয়েও কোন সুরাহা হয়নি। বলছেন এলাকার মানুষজন। তাই তারা আজকে বাধ্য হয়ে রাস্তায় নামেন। রাস্তায় গাছের গুড়ি পেলে পথ অবরোধ করে। দীর্ঘ চার ঘন্টা বন্ধ থাকে। রাস্তা ডানকুনি খাল পরিষ্কার হওয়ার পর থেকেই। বেহাল অবস্থা হয়ে পড়েছে এই রাস্তার। অর্ধেক রাস্তা চলে গিয়েছে ডানকুনি খালে। না, যাচ্ছে সেই রাস্তা দিয়ে কোন টোটো না যাচ্ছে এম্বুলেন্স।
বাচ্চাদের স্কুলের গাড়িও যেতে পারছে না ওই রাস্তা দিয়ে। প্রকার নাজেহাল হয়েই আজ। সাধারণ মানুষ পথ অবরোধ করে। ঘটনাস্থলে আছে ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর আসেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। ডানকুনি পৌরসভা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়। এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুসুম লস্কর। অবশেষে পৌরসভার আশ্বাসে ওঠে পথ অবরোধ। সবার তরফ থেকে জানানো হয়। আগামী মঙ্গলবার থেকে রাস্তা নতুন করে তৈরি হবে।