এই মুহূর্তে কলকাতা

ঊর্ধ্বমুখী করোণা সংক্রমণ কে রুখতে টিকাকরণে জোর দিচ্ছে সরকার।

কলকাতা, ১১ জানুয়ারি:- করোনা সংক্রমণের ক্রমাগত ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার টিকাকরণে গতি আনার ওপর জোর দিচ্ছে। রাজ্যের বহু মানুষই এখনো দু ডোজ টিকা পাননি। এদের চিহ্নিত করে দ্রুত টিকাকরণ সম্পূর্ন করতে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গত কাল জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আবারও এই নির্দেশ দেন। তাঁর নির্দেশ মত নির্ধারিত সময়ের পর দ্বিতীয় ডোজের টিকা বাকি আছেএরকম মানুষদের জেলাওয়ারী তালিকা প্রস্তুত করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এইসব মানুষদের টিকাকরণের কাজ শেষ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় ডোজের টিকা না নেওয়ার প্রবণতা রাজ্যের ৯ টি জেলায় সর্বাধিক।

যার মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। সেখানে এখনও ২ লক্ষ ৮২ হাজার মানুষ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় ডোজ এখনও নেননি। দ্বিতীয় স্থানে থাকা মালদহে ২ লক্ষ ১৪ হাজার মানুষের দ্বিতীয় ডোজ টিকা বকেয়া রয়েছে। তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদ জেলায় ২ লক্ষ ১০ হাজার মানুষের দ্বিতীয় ডোজের কোভিড টিকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বীরভূম, কোচবিহার, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, হাওড়া , মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় লক্ষাধিক টিকা প্রাপকের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি আছে বলে প্রশাসনিক সমীক্ষায় উঠে এসেছে। মুখ্যসচিব এই ৯ জেলায় টিকাকরণ পর্ব যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করতে প্রশাসনকে অভিযানে নামার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গত সাত দিনে কলকাতা শহর রাজ্যের যে সমস্ত জেলায় করোনা সংক্রমণ অত্যধিক হারে বেড়েছে সেখানে টিকাকরণের গতি আরও বাড়াতে এবং কোভিড বিধি-নিষেধ নিয়ে কড়াকড়ি আরও জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।