হুগলি, ১২ মার্চ :- সম্প্রতি রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে তরুন প্রজন্মের সেটাকে নানা ভাবে প্রকাশ করাকে কেন্দ্র করে রাজ্য জুরে নিন্দার ও সমালোচনার ঝড় ওঠে। বিশেষ এক ব্যাক্তির বিকৃত করা সেই গানকে তরুন প্রজন্মে আসক্তির বিরুদ্ধ এবার পথে নামলো শ্রীরামপুর শহর নাগরিক বৃন্দ। শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে এই মিছিলে পা মেলার আট থেকে আশি। মিছিলের সামনেই খুদের দের পোস্টার হাতে দেখা গেছে। তরুন প্রজন্ম থেকে প্রবীন সবাই এই বাংলায় অপসংস্কৃতি বিরুদ্ধে সোচ্চার হন।