এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিবের মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন রাজ্যের।

কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানালো রাজ্য সরকার। বর্তমান মুখ্যসচিবের মেয়াদ তাই আরও ৬ মাস বাড়ানোর জন্য আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে৷ লোকসভা নির্বাচন চলাকালিনই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা৷ আগামী ৩১ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এতে প্রশাসনিক কাজে সমস্যা হতে পারে৷ সেই কারণে, নির্বাচনী আচরণবিধি মেনে কেন্দ্রীয় সরকারের পার্সোনেল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকে আইপিএস ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে৷ নির্বাচন চলাকালীন রাজ্যের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব থাকবে মুখ্যসচিবের উপর৷ এই অবস্থায় নির্বাচনের মাঝে নতুন মুখ্যসচিব হয়ে এলে সমস্যা হতে পারে৷

তাই রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়েছে, ভোটের কথা মাথায় রেখে বর্তমান মুখ্যসচিবের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দেওয়া হোক৷ আবার ১ জুন কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে৷ অর্থাৎ, ভগবতী প্রসাদ গোপালিকার অবসরের একদিন পরেই৷ ফলে, গুরুত্বপূর্ণ শেষ দফার নির্বাচনের আগে মুখ্যসচিব পদে রদবদল হলে সমস্যা হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার৷ প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ার পর গত ৩১ ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করেন ভগবতী প্রসাদ গোপালিকা৷ কিন্তু, ৩১ মে তাঁর আইএএস হিসেবে চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার মেয়াদ না-বাড়ালে, ওইদিনে অবসর নিতে হবে রাজ্যের বর্তমান মুখ্যসচিবকে৷