অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- চ্যাম্পিয়ন হয়ে আনন্দে গা ভাসাচ্ছেন না ভিকুনা । ভিকুনাকে কলকাতা ময়দান কী নামে ডাকতে পারে। ম্যাজিশিয়ান, প্রত্যাবর্তন কিং, স্বপের কাণ্ডারি। এমন অজস্র শব্দভান্ডারেও মোড়া যাবে না কিৱুকে। যেন চ্যাম্পিয়ন তো হওয়ারই কথা এতে এত বাড়তি আবেগ ঝরানোর কী আছে। ডুরান্ড হাতছাড়া হওয়ার পরও যেমন ভেঙে পড়েননি । চ্যাম্পিয়ন হয়ে যেন তেমন কোনো উচ্ছ্বাসা নেই। এমন সুন্দর সুইচ অফ ও সুইচ অন করা কোচ খুব কম দেখেছে কলকাতা ময়দান। শধু একবাব় ফুটবলারদের পাগলামোতে মাঠ ঘুরলেন কিৱু । মুখে একগাল হাসি নিয়ে বেশ এইটুকুই । সাংবাদিক সম্মেলনে এসেও কোনো চ্যাম্পিয়ন সুলভ মানসিকতা নেই। বরং এখনো জেতার তাগিদ। কিৱু তার সাফল্যের মন্ত্র হিসেবে বলেন, যখন খারাপ সময় যাচ্ছিল তখন বলেছিলাম আস্থা হারিও না।
আমরা ঠিক ঘুরে দাঁড়াব। আর যখন জিতছিলাম তখন ছেলেদের বলেছিলাম ম্যাচ বাই ম্যাচ ধরে এগিযে যাও। চ্যাম্পিয়ন হতে হবে এমন মানসিকতা রেখো না। এই জয় টিমের জয়। পরের ম্যাচ ডার্বি। সেই ব্যাপারে এই মৃদুভাসী স্প্যানিশ কোচের মন্তব্য, ডার্বি তো আবেগের ম্যাচ গুরুত্বপূর্ণ বটেই। তবে শধু ডার্বি কেন বাকি প্রত্যেকটা ম্যাচই আমরা জিততে চাই। দলকে সেকথা বলেছি। সেরা ফুটবলটা খেলার কথা। পাপা দিওয়ারা আসায় কি বাড়তি সুবিধা হল ? সেবিষযে কিৱু বলেন, চামারোর ফর্ম খারাপ হয়ে গিয়েছিলো। তাই ওকে এনেছিলাম। প্রথমে গোল না পেলেও আমার ভরসা ওর ওপর প্রথম থেকেই ছিল। কলকাতা নিয়ে কিৱু আবেগতারিত। তিনি বলেন, অনেক জায়গায় কাজ করেছি। কলকাতার মতো এত সাপোর্ট সমর্থকদের ভালোবাসা আগে কোথাও আমি পাইনি। তবে পরেরবার এটিকে মোহনবাগানের সংযুক্তিকরণে আইএসএল খেলবে বাগান। কোচ হাবাস ও সহকারী কোচ সঞ্জয় সেনের দুজনেরই চুক্তি বাড়ানো হয়েছে। ফলে এই স্প্যানিশ কোচের যুক্ত থাকার সম্ভবনা প্রায় নেই। বাগান সচিব দেবাশিস দত্তকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দেখা যাক কী করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নেব। এমন কোচ পাওয়া সত্যিই ভাগ্যেব় ব্যাপার। শধু এমন কোচ নয় এমন দল অতীতে এসেছে কিনা আমার মনে পড়ছে না।Related Articles
করোনা আতঙ্কে আবাসন ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন ডানকুনির কোল ইন্ডিয়ার আবাসিকরা।
হুগলি , ২৩ জুলাই:- আনলক -2 চলাকালীন নতুন করে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে হল প্রথম লকডাউন । পুলিশ প্রশাসনের ভয়ে লকডাউন কার্যকর হলেও ভীত সন্ত্রস্ত রয়েছে হুগলির ডানকুনির কোল ইন্ডিয়া কমপ্লেক্সের আবাসনের বসবাসকারী পরিবারের সদস্যরা। আবাসনের মধ্যে রয়েছে ডানকুনি থানার পুলিশ ও বেসরকারি ইংরাজী মাধ্যমের স্কুলের কর্মীরা । আবাসনের বসবাসকারী কোল ইন্ডিয়া কর্মচারিদের […]
দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ভরাডুবি পাকিস্তানের , জয়ের নায়ক বাটলার ও ওকস ।
সৌরভ রায় , ৯ আগস্ট:- প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ম্যাচের রাশ প্রায় নিজেদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল পাকিস্তান । আর প্রথম ইনিংসে ইংরেজদের তাসের ঘরের মতো ভেঙে যাওয়া দেখে মনে হচ্ছিল জয় নিশ্চিত আজহার আলির দলের । তবে দ্বিতীয় ইনিংসে মনে হল অতি আত্মবিশ্বাসী মানসিকতাই হারের কারণ হয়ে দাঁড়াল পাকিস্তানের । প্রথম ইনিংসে […]
চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা।
উঃ২৪পরগনা, ১৭ ডিসেম্বর:- বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ব্যারাকপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালত ভবনের আইনজীবীরা এই দিন বিজেপি লিগেল সেল ব্যারাকপুর আদালত শাখার পক্ষ থেকে আইনজীবীরা তার হাতে সম্বর্ধনা তুলে দেন। তুলে দেওয়া হয় ভারতীয় ন্যায় সংহিতার আইনের বই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ ও […]