কালিয়াগঞ্জ,৩ মার্চ:- মুখ্যমন্ত্রী এদিন বাজেটে ঘোষিত ‘জয় বাংলা’ ও ‘জয় জোহার’ নামে দুটি প্রকল্পের সূচনার কথাও ঘোষণা করেছেন। তাঁর কথায়, জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হবে, তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি জয় জোহার প্রকল্পেও আদিবাসী ভাই-বোনেরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এর জন্য কাউকে লবি করতে হবে না’। এবার থেকে প্রতি ৩ মাস অন্তর নয়, পেনশন মিলবে প্রতি মাসে। বিডিও অফিসে আবেদন করলেই মিলবে পেনশন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন। ‘স্নেহালয়’ নামের একটি নতুন প্রকল্প চালুর কথা ঘোষণাও করেন তিনি। মঙ্গলবার কালিয়াগঞ্জ কলেজের মাঠে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন এবার থেকে রাজ্য সরকারের দেওয়া সব রকমের মাসিক ভাতা ও পেনশনের নূন্যতম প্রদেয় অর্থ ১০০০টাকা করা হল।পাশাপাশি সুজন চক্রবর্তী বলেন গত ৯ বছরে যা হয়েছে লবি ধরে হয়েছে। আজ বলছেন লবি ধরা যাবে না। লবি ধরে যা উপার্জন করেছেন তা ফেরৎ এর দাবি করেন তিনি।