প্রদীপ সাঁতরা,১ মার্চ:- রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে সংসদে ১ ৮জন সাংসদ প্রতিনিধিত্ব করছেন। আগে বাংলায় বিজেপি নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। ৪০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এসব করে মমতা বিজেপিকে রুখতে পারেননি। আজকের এই সভা তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বাংলার প্রত্যেক ঘরে যেতে হবে এই স্লোগান নিয়ে। বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না। বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না। বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে আর নয় অন্যায় বলুন। আর নয় অন্যায় স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন হবে। ৩৭০ ধারা অবলুপ্তি করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করেছেন। মমতা-কংগ্রেস-সপা মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে যাবে। সিএএ-র নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-সিপিএম।Related Articles
বিধানসভায় দেরিতে আশায় অধ্যক্ষর কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।
কলকাতা, ২৪ আগস্ট:- দেরি করে অধিবেশনে আসায় বিধানসভার অধ্যক্ষ বিমান বিন্দ্যপাধ্যায়ের কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকের অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্ন ছিল। তা স্বত্বেও এদিন বেশ কিছুটা দেরি করে বিধানসভায় পৌঁছন পর্যটন মন্ত্রী। সভায় ঢোকার পর তাঁকে উদ্দ্যেশ্য করে অধ্যক্ষ তাঁকে তিরস্কার করেন। পর্যটন নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন বিধায়ক কল্লোল খাঁ। তিনিও এদিন […]
লিলুয়া হোম থেকে অসুস্থ হয়ে ঘরে ফিরল নাবালিকা , সেফটিপিন দিয়ে খোদাই করে দেওয়া হয়েছে দিদিদের নাম
সুদীপ দাস , ৬ জানুয়ারি:- আজ থেকে কুড়ি দিন আগে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে নাবালিকা কন্যা বেরিয়ে গিয়েছি গিয়েছিল বাড়ি থেকে। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে চুঁচুড়া থানা দ্বারস্থ হয়েছিল পরিবার। দু’দিন পর থানা থেকে খবর দেওয়া হয় তাদের কন্যাকে হাওড়া প্ল্যাটফর্মের ঘুরতে দেখে ওখানকার জিআরপি হাওড়া চাইল্ড লাইন মারফত লিলুয়া হোমে পাঠিয়ে দিয়েছে।এরপরই […]
রাজ্যে ২৩১৩ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা , স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন তাঁরা। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। […]