প্রদীপ সাঁতরা,১ মার্চ:- রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে সংসদে ১ ৮জন সাংসদ প্রতিনিধিত্ব করছেন। আগে বাংলায় বিজেপি নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। ৪০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এসব করে মমতা বিজেপিকে রুখতে পারেননি। আজকের এই সভা তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বাংলার প্রত্যেক ঘরে যেতে হবে এই স্লোগান নিয়ে। বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না। বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না। বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে আর নয় অন্যায় বলুন। আর নয় অন্যায় স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন হবে। ৩৭০ ধারা অবলুপ্তি করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করেছেন। মমতা-কংগ্রেস-সপা মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে যাবে। সিএএ-র নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-সিপিএম।Related Articles
করোণা আক্রান্তদের মতই কন্টেনমেন্টে থাকাও মানুষরাও পুরভোটে অংশ নিতে পারবেন।
কলকাতা, ১২ জানুয়ারি:- আসন্ন পুরভোটে কোরোনা আক্রান্তদের মতোই ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের বাসিন্দারাও। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কন্টেনমেন্ট জোনের ভোট দাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণের গতি প্রতিরোধ করতে জেলায় […]
বিধায়কের অপমান কর্তব্যরত নার্সকে, প্রতিবাদে কালো ব্যাচ পড়ে বিক্ষোভে সামিল নার্সিং স্টাফরা।
হুগলি, ৫ ফেব্রুয়ারি:- বিধায়ক দলবল নিয়ে অপমান করেছেন কর্তব্যরত নার্সকে! চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের নার্সিং স্টাফরা কালো ব্যাজ পরে হাতে প্লাকার্ড নিয়ে সুপারের ঘরে বিক্ষোভে সামিল। মিছিল করে সিএমওএইচ এর কাছে স্মারকলিপি জমা। গত ২ রা ফেব্রুয়ারী রাতে হাসপাতালেরর ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের কর্তব্যরত নার্স বন্দনা দত্তগুপ্ত বিরুদ্ধে অভিযোগ তুলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দলবল নিয়ে […]
হাওড়ায় বর্ধমানের ছায়া। চোলাই বিষ মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু। অসুস্থ অনেকে।
হওড়া, ২০ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে বিষ চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং কয়েকজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে […]