এই মুহূর্তে জেলা

সরকারের উদ্যোগে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর এই দুই মহাপীঠেও হবে গঙ্গাপুজো।

হাওড়া, ১২ জানুয়ারি:- “পঞ্জিকা মেনে গঙ্গাপুজোর দিনে বিশেষ মুহুর্তে প্রতি বছর গঙ্গাপুজো করা হয়ে থাকে বেলুড় মঠে। এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর এই দুই মহাপীঠেও গঙ্গাপুজো হবে।” বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি বলেন, বেলুড় মঠে গঙ্গাপুজো করা হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে। গঙ্গাপুজোর দিনে বিশেষ মুহুর্তে প্রতি বছর গঙ্গাপুজো এবং গঙ্গা আরতি করা হয়ে থাকে।

এটা বাৎসরিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাবুঘাট ছাড়াও বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর থেকেও গঙ্গাপুজো হবে। এটা নয় যে বেলুড় মঠ কর্তৃপক্ষ এই সময় গঙ্গাপুজো করছেন। এর মানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পুজো হবে। সেটা প্রথমে ঠিক হয়েছিল বাবুঘাট থেকে হবে। এরসঙ্গে মখ্যমন্ত্রী যোগ করেছেন বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর এই দুই মহাতীর্থেও গঙ্গাপুজো হবে।