এই মুহূর্তে জেলা

বাতাসে দূষণ কমাতে নয়া উদ্যোগ। হাওড়া শহরে রাস্তার ধারের হোটেল, ফুড স্টল, রেস্তোরাঁয় প্রদান করা হল এলপিজি সংযোগ।

হাওড়া,৪ ডিসেম্বর:- বাতাসে দূষণ কমাতে শহরে রাস্তার ধারের বিভিন্ন ফুড স্টল, হোটেল, রেঁস্তোরায় পরিশ্রুত জ্বালানী হিসাবে এককালীন ভর্তুকিযুক্ত নতুন এলপিজি সংযোগ প্রদান করা হল হাওড়া পুরনিগম এলাকায়। বুধবার বিকেলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় ২২৪ জনের হাতে এই এলপিজি সংযোগ প্রদান করা হয়। এরা সকলেই এতদিন হোটেল বা ফুড স্টলগুলিতে জ্বালানী হিসাবে কয়লা, কাঠ কয়লা বা কেরোসিন ব্যবহার করতেন। এর পরিবর্তে এখন থেকে এরা পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি ব্যবহার করবেন। যাতে শহরাঞ্চলের বায়ুদূষণ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এদিন প্রথম সংযোগ এরা বিনামূল্যে হাতে পেলেন। এই কাজে এগিয়ে এসেছে পঃ বঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হাওড়া পৌর নিগম।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                             পুরনিগম সূত্রের খবর, হাওড়া পুর এলাকায় সাম্প্রতিক এক সমীক্ষায় এমন ২ হাজার ৬১১টি ক্ষুদ্র খাদ্য বিপনিকে চিহ্নিত করা হয়েছে যাদের ক্ষেত্রে পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি সংযোগ আবশ্যিক। পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহারের জন্যে প্রয়োজনীয় সংযোগ গ্রহণ ও সরঞ্জাম ইত্যাদি কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপভোক্তাকে উৎসাহভাতা হিসাবে এককালীন আর্থিক সহায়তা প্রদান মঞ্জুর করেছেন যা প্রতি ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৫ হাজার ৮০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা। এদিন প্রথম পর্যায়ে ২২৪ জন চিহ্নিত উপভোক্তার হাতে নতুন এলপিজি সংযোগ প্রদানের প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পঃবঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ডঃ কল্যাণ রুদ্র, পর্ষদের সদস্য সচিব ডঃ রাজেশ কুমার, হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা সহ অন্যান্য বিশিষ্টরা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                             এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, দূষণ নিয়ন্ত্রণে এরা যে উদ্যোগ নিয়েছেন তা মহৎ উদ্যোগ। বহুদিন ধরে আমরা শুনে এসেছি হাওড়ার নিঃশ্বাসে বিষ। এনিয়ে দূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দূষণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকেও অনেক সচেতন হতে হবে।

There is no slider selected or the slider was deleted.