হুগলি,৪ ডিসেম্বর:- দপ্তরের কর্মী ছুটিতে আর সেই কারণেই পরিষেবা থেকে ব্যাহত গ্রাহকরা। না এটা কোন বেসরকারি সংস্থা নয় এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাকঘর। হ্যাঁ ঠিক এটাই ঘটছে চুঁচুড়া থানার অন্তর্গত বুড়োশিবতলা ডাকঘরে। প্রসঙ্গত গত সোমবার থেকে ছুটিতে গেছেন এই ডাকঘরের পি এ রুপম ঘোষ আর তারপর থেকেই গ্রাহকদের এই ভোগান্তি। এই বুড়োশিবতলা ডাকঘরে মোট স্থায়ী কর্মীসংখ্যা মাত্র দুজন। একজন হলেন পি এ রুপম ঘোষ আর অপরজন পোস্টমাস্টার প্রণব কর্মী। আর রুপম বাবু ছুটিতে যাওয়ায় পোস্ট অফিস খোলা থাকলেও বন্ধ পোস্ট অফিসের সব কাজ। এই ঘটনায় আজ পোস্ট অফিসে আসা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।
সাধন ঘোষ নামে এক গ্রাহক আজ তার ফিক্স ডিপোজিট এর টাকা তুলতে এসে জানতে পারে সেই ঘটনা। এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার প্রশ্ন যদি কোন সরকারি কর্মী ছুটিতে যায় তার জন্য কি গ্রাহকদের এভাবে ভুগতে হবে? অন্যদিকে অন্য এক গ্রাহক গৃহবধূ পাপিয়া ঘোষ তার পারিবারিক দরকারে টাকা তুলতে এসে টাকা না পেয়ে আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উপরে দেন। তিনি জানান প্রথমে তো তিনি গেলে বলা হয় ইন্টারনেট এর লিংক নেই তাই এক সপ্তাহ পরে আসতে। তারপর তিনি জিজ্ঞাসা করেন এক সপ্তাহ ধরে লিংক আসবে না? তখন পোস্ট মাস্টার জানান ডাকঘরে কোন কর্মী না থাকায় পরিষেবা বন্ধ। অন্যদিকে এই প্রসঙ্গে পোস্টমাস্টার প্রণব কর্মীর বক্তব্য রুপম বাবু তার দপ্তরে জানিয়েই ছুটি নিয়েছেন। তবে এ বিষয়ে উচ্চ কর্তৃপক্ষ কোন লোক না পাঠানোয় পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। তার বক্তব্য এই সমস্ত লেনদেনের পাসওয়ার্ডটি তার জানা নেই তাই তিনি সেই কাজটি করতে পারছেন না। সবশেষে গ্রাহকদের একটাই প্রশ্ন তাহলে কি সরকারি দফতরের কর্মীরা ছুটিতে গেলে এভাবেই ভুগতে হবে গ্রাহকদের?Related Articles
দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে লড়ায় তৃণমলের দুই অঞ্চল সভাপতিকে বহিষ্কার।
হাওড়া, ২৬ জুন:- দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে লড়ায় তৃণমূল যুব কংগ্রেসের দুই অঞ্চল সভাপতিকে বহিষ্কার করলো দল। দলের বিরুদ্ধে গিয়ে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের ওই দুই অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হলো। সোমবার বিকেলে হাওড়ার কদমতলায় জেলা সদর তৃণমূল কার্যালয়ে আয়োজিত […]
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বিশেষ ব্যবস্থা হাওড়ায়।
হাওড়া, ১৯ আগস্ট:- গতকাল দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আজ সকালে হাওড়া পুরসভার তরফ থেকে এই প্রকল্পের সুবিধা মানুষ যাতে সহজে পায় তার সুব্যবস্থা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর পাশাপাশি এবার লক্ষীর ভান্ডার প্রকল্প ঘিরেও সাধারণ মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন […]
ডেঙ্গুতেও করোনার কোপ , রিষড়ায় তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। প্রশাসনের মধ্যস্থতায় ফিরলেন বাড়িতে।
সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি […]