সুদীপ দাস, ২১ ডিসেম্বর:- দূর্গাপুর হাইওয়ে ৬লেন করার কাজ শুরু হয়েছে। বর্তমানে ডানকুনি থেকে মাইতিপাড়া পর্যন্ত চলছে মাটি পরীক্ষার কাজ। যার চরম প্রতিদিনই যানজটে পরছেন সাধারন মানুষ। এ নিয়ে সাধারনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিলো। অবশেষে দ্রুত কাজ সমাপ্ত এবং যানজট কমাতে হুগলী জেলা প্রশাসন ডাকে বৈঠক অনুষ্ঠিত হলো। হুগলী জেলাশাসক দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, জেলার দুই গ্রামীন জেলা পুলিশের দুই ট্রাফিক অধিকারিক, হুগলী জেলা পুলিশের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী, স্থানীয় দুই থানার পুলিশ আধিকারিক ও ন্যাশনাল হাইওয়ে অথরিটির প্রতিনিধিরা। বর্তমানে দূর্গাপুর হাওয়েতে রয়েছে ৪টি লেন।
চাপ কমাতে হুগলীর ডানকুনি থেকে বর্ধমানের পালসিট পর্যন্ত এই রাজপথে আরও দুটি লেন সংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেইমত কাজ শুরু হয়েছে ডানকুনি থেকে। বর্তমানে সেই কাজ চলার জন্য ডানকুনি থেকে মাইতিপাড়া রেল ব্রিজ পর্যন্ত প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। অত্যন্ত দ্রুততার সাথে সেই কাজ সমাপ্ত ও যানজট কমানোর লক্ষ্যেই এদিন জেলাশসক বৈঠক ডাকেন। বৈঠকে ঠিক হয় আপাতত জ্যামের জায়গার লেনগুলি পাশ বরাবর ৩ফুট করে বাড়ানো হবে। পাশাপাশি পুরো কাজ সমাপ্তের জন্য ৩বছর ধার্য্য হলেও এই বৈঠকে জেলাশাসক সেই কাজ অর্ধেক সময়ে করার লক্ষ্য নিয়েই এগোতে বলেন জাতীয় পরিবহন নিগমের আধিকারিকদের। হুগলী জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বলেন আশা করছি আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই দূর্গাপুর হাইওয়েতে যানজটের সমস্যা মিটবে। আর এই রাজপথ ৬লেন হওয়ার কাজও নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত করা যাবে।