হুগলি, ১৩ জুলাই:- ভোটের ফল বেরোনোর পর বিজয় উৎসব হচ্ছিল। বাজনা বাজিয়ে আবির খেলে।বাড়ি থেকে বেরিয়ে সেই উৎসবের ভীরে মিশে যায় রাজ ইসলাম নামে বছর দশেকের এক বালক। ইসলামপুরে তাদের বাড়ি।বালকের দিদিমা কলকাতায় যায় ডাক্তার দেখাতে। সেটা জানত সে। বিজয় মিছিল দেখতে বেরিয়ে ইসলামপুর থেকে বাসে করে বহরমপুর সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। শিয়ালদা থেকে হুগলি ঘাট স্টেশনে নেমে ঘোরাঘুরি করতে থাকে। এক টোটো চালক দেখতে পান বালক কান্না কাটি করেছে। চুঁচুড়া আরোগ্য তে দিয়ে যান ওই টোটো চালক।
বালক জানায় বাড়ি থেকে কাউকে না বলেই বেরিয়ে এসেছিল সে। তার বাবা মা ছোটো বোন আছে বাড়িতে। চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, বালক কে জিজ্ঞাসা করলে সে জানা তার বাড়ি ইসলামপুরে বাবা নাম সাহাবুল সেখ মায়ের নাম সাবিকা খাতুন। পেশায় লরি চালক। বালকের হাতে দিদির সুরক্ষা কবচ ব্যান্ড ছিল। সেটা দেখে হরিহরপারার বিধায়ক নিয়ামত সেখকে ফোন করেন ইন্দ্রজিৎ দত্ত। বালক উদ্ধারের কথা জানান। দৌলতাবাদ থানার সঙ্গে যোগাযোগ করে ভিডিও কল করে বালকের সঙ্গে কথা বলিয়ে দেন। থানা থেকে খবর যায় বালকের পরিবারে। পরিবার রওনা দেয় চুঁচুড়ার উদ্দেশ্যে।