হাওড়া,২২ ফেব্রুয়ারি:- ফের রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল হাওড়ায়। লিলুয়ার মধ্য খালিয়া অঞ্চলের ওই এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করা হয় বলে জানা গেছে। প্রায় ২১ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। এটিএম পরীক্ষা করে দেখার পরই পরিষ্কার হয় ভল্ট থেকে ওই পরিমাণ টাকা খোওয়া গিয়েছে। ওই এটিএমের দোতলায় থাকেন বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, সম্ভবত শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে। ওই এটিএমে কোনও রক্ষী থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে টাকা লুঠ করে নিয়ে পালায়। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে সিটি পুলিশের গোয়েন্দারা।তবে শহরে গত কয়েক মাসে একাধিক এটিএম থেকে লুঠের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, এর আগেও লিলুয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ হয়েছিল। আন্দুলে ৩টি এটিএম ভেঙে লুঠ হয়েছিল প্রায় ৪৫ লাখ টাকা। এবার লিলুয়ার খালিয়া মোড়ে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল। এদিকে লিলুয়া এটিএম থেকে টাকা লুঠ প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অংশুমান সাহা বলেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিলুয়া থানার পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন। বেশ কিছু তথ্য-প্রমাণ ইতিমধ্যেই জোগাড় হয়েছে। এটিএমের ভিতর এবং বাইরেই শুধু নয়, পাশাপাশি নিকটবর্তী এবং দূরবর্তী এলাকায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ জোগাড় করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই এটিএম লুঠের ঘটনায় তিন থেকে চারজন যুক্ত ছিল। এরা চারচাকা গাড়িতে করে এসেছিল। একজন গাড়ি চালাচ্ছিল। বাইরে একজন রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এবং এটিএমের ভিতরে ঢুকেছিল দুজন। এদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে। পরিচয় জানার চেষ্টা চলছে। এর আগে গত কয়েক মাসে হাওড়ায় যে তিন-চারটি এটিএম থেকে টাকা লুঠের ঘটনা ঘটেছিল তার সমস্ত তথ্য জোগাড় করে তাতে কারা যুক্ত ছিল তাদের বিষয়ে তথ্যাদি সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল কিনা সেগুলি সবই দেখা হচ্ছে। এই ঘটনার খুব তাড়াতাড়ি কিনারা হবে বলেই আমরা মনে করছি। প্রাথমিকভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২১লক্ষ ২৪ হাজার ৫০০ টাকার মতো এটিএম থেকে লুঠ হয়েছে। এই দুষ্কৃতীদের খোঁজ চলছে।Related Articles
ভিড় সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে […]
করোনা বিধি ডোন্ট কেয়ার, সমুদ্রে নেমে উল্লাস টিম পঞ্জাবের ।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- আইপিএলে সিএসকে দলের যখন দুই ক্রিকেটার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ, ঠিক তখনই করোনা বিধির তোয়াক্কা না করে দল বেঁধে সমুদ্র স্নানে নেমে উল্লাসে মাতলেন কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটাররা। ক্যামেরাবন্দি হল একের পর এক ছবি। আর তাঁদের নেতৃত্বে দলের হেডস্যার তথা অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। […]
জানালার গ্রিল কেটে চুরির ঘটনা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৬ মার্চ:- জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটলো চুঁচুড়ার মোগলটুলি এলাকায়। মোগলটুলির ওই বাড়িতে গতকাল রাতে কেউ ছিলেন না। তবে বাড়ির মালিক শ্যাম নারায়ন রায় পাশে থাকা নিজের অন্য একটি বাড়িতে ছিলেন। কাকা রমেন্দ্র নারায়নবাবুর প্রয়ানের পর শ্যামনারায়নবাই ওই বাড়ির মালিক। শনিবার সকাল ৯টা নাগাদ ওই বাড়ির দরজা খুলতেই তিনি দেখেন ঘরের একটি […]