হাওড়া,২২ ফেব্রুয়ারি:- ‘জলসাথী’ কর্মীদের তৎপরতায় এবার প্রাণে রক্ষা পেলেন এক তরুণী। শনিবার দুপুর পৌনে তিনটা নাগাদ হাওড়া স্টেশনের এক নম্বর জেটিঘাটে ঘটনাটি ঘটে। ওই তরুণী বাগবাজারগামী লঞ্চ থেকে আচমকাই আত্মহত্যার চেষ্টা করে গঙ্গায় ঝাঁপ দেন। দ্রুত সেখানে ছুটে আসেন জলসাথীর দুই কর্মী। তাঁরা জলে বয়া ফেলে ওই মহিলাকে জল থেকে টেনে তোলেন। এরপর তাকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ওই মহিলা প্রাণে বেঁচে যান। প্রাথমিকভাবে জানা গেছে মহিলার বাড়ি কলকাতার তপসিয়া এলাকায়। তবে তার নাম এখনও জানা যায়নি। হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ফাল্গুনী পুরকায়েত ও সৌরভ বড়ুয়া জলসাথী’র এই দুই কর্মী তৎপরতার সঙ্গে ওই মহিলাকে প্রাণে বাঁচিয়েছেন বলে জানা গেছে। এর কয়েকদিন আগেও এক নম্বর জেটিঘাট থেকে দু’জনকে প্রাণে বাঁচিয়েছিলেন জলসাথী’র কর্মী মনোতোষ চৌধুরী।