এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুরসভার শান্তিপূর্ণ করতে বরো পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ।

কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশন বরো পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে। পুরসভার ১৬ টি বরোর জন্য ১৬ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গোটা ভোট প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর জন্য আইএএস পদমর্যাদার চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠক করছেন। উল্লেখ্য কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে আগামী উনিশে ডিসেম্বর ভোট নেওয়া হবে।