এই মুহূর্তে কলকাতা

আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৬ মে:- আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সকলকে সতর্ক করে দিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে তিনি এই পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে মাস্ক পড়তে এবং বিধি-নিষেধ মেনে চলার আর্জি জানিয়েছেন। বাসে ভিড় এড়িয়ে যাতায়াতের তিনি পরামর্শ দেন। সরকার বাধ্য হয়ে লোকাল ট্রেন বন্ধ রেখেছে এবং এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হবে মুখ্যমন্ত্রী তা মেনে নিয়েছেন। দিন আনা দিন খাওয়া মানুষেরা যাতে বিনামূল্যে রেশন পান সেদিকে নজর রাখতে জেলা শাসকদের তিনি নির্দেশ দেন। পাশাপাশি করোনা চিকিৎসা পরিকাঠামোকে মজবুত করতেও একাধিক পদক্ষেপের কথা তিনি ঘোষণা করেন। মেডিকেল কলেজে একটি অক্সিজেন প্লান্ট তৈরীর কথা তিনি ঘোষণা করেছেন। কোভিড হাসপাতালগুলোতে ৪০% শয্যা বাড়ানো হবে।

স্নাতকোত্তর ডাক্তারি পড়ুয়া ও শিক্ষানবিশ নার্সদের ও কাজে লাগানো হবে। এর ফলে রাজ্য আরো ৪ হাজার প্রশিক্ষিত ডাক্তার ও নার্স পাবে বলে তিনি জানান। এর পাশাপাশি হাতুড়ে ডাক্তারদের করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করার নীতি নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন। এর পাশাপাশি তিনি বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন বণিকসভাকে এগিয়ে আসার ডাক দেন। গতবারের মতো রাজ্যের বিভিন্ন বাজারের দায়িত্ব তাদেরকে নেওয়ার আহ্বানও জানান। এমনিতেই রাজ্যে ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে জনমানসে পরিস্থিতির গুরুত্ব নিয়ে বাড়তি সচেতনতা প্রসারের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কোনও এলাকায় যাতে ভিড় না হয় সেটা নিশ্চিত করতে বিভিন্ন পুজো কমিটিগুলোকে এগিয়ে আসার ডাক দেন।