এই মুহূর্তে জেলা

হাওড়ার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান জেলা পরিষদের।


হাওড়া, ২৯ নভেম্বর:- প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের ১১ দিনের মধ্যেই হাওড়া জেলার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান করলো হাওড়া জেলা পরিষদ। সোমবার দুপুরে হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকে ১৪টি অ্যাম্বুলেন্স, ৫টি শববাহী গাড়ি, ২টি সেস পুল ভ্যান তুলে দেওয়া হয় ব্লকের বিডিওদের হাতে। সবুজ পতাকা উড়িয়ে গাড়িগুলির যাত্রার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য জানান,

গ্রামোন্নয়ন মানে কেবল রাস্তা ও আলোর মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। কোভিড পরিস্থিতিতে যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার নিরিখে হাওড়া জেলা পরিষদ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে ব্লকে ব্লকে অ্যাম্বুলেন্স, সেস পুল ভ্যান, শববাহী গাড়ি ইত্যাদি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও গ্রামীণ প্রাইমারি স্কুলগুলোকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এদিন হাওড়ার শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক অরুনাভ সেন, সীতানাথ ঘোষ, প্রিয়া পাল সহ বিভিন্ন ব্লকের বিডিওরা।