এই মুহূর্তে জেলা

সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ কারার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৩০ জন কেএলও লিংকম্যানের হাত চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এবং আগামীকাল আরও ১৬১ জন কেএলও লিংকম্যানের হাতে নিয়োগ প্রত্র তুলে দেওয়া হবে। এবং চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চা শ্রমিকদের আবাসন তৈরি করে দেবেন। যার জন্য বরাদ্দ করা হয়ে ৫০০ কোটি টাকা। এর পাশাপাশি কামতাপুর ভাষা ও সংস্কৃতি উন্নয়ন প্রকল্পের কামতাপুর একাডেমিতে পাঁচ কোটি টাকার অনুদান দেন তিনি। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পুরোহিতদের ভাতা প্রদানের সূচনা করেন।

একশো দিনের কাজ থেকে শুরু করে নানা উন্নয়নের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন যে উত্তরবঙ্গজুড়ে অনেক কাজ হয়েছে। এখন আমি দেখছি দুনিয়াটা কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। কামতাপুরি বড় না রাজবংশি বড়? আমি বড় না সে বড়। আমরা যে সবাই মানুষ সবাই তার সবার নিজস্বতা আছে এইটা ভুলে গেছি। সকলকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ পরিবার। এবং সকলকে নিয়েই ভাল থাকতে হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে পুজোতে বিশেষ নজর রাখতে হবে পুলিশ।