কলকাতা, ৬ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের বহু সংখ্যক কৃষক বঞ্চিত হচ্ছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। পিএম কিষান প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে সরব হন। পরে তিনি সাংবাদিকদের বলেন প্রথম দফায় পিএম কিষান প্রকল্পের জন্য ৯ লক্ষ কৃষকের নাম দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সাত লক্ষ কৃষক কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পান।
এবছরও রাজ্যের তরফে ৪৬ লক্ষেরও বেশি কৃষকের নাম এবং তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হয়। কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে ৩৮ লক্ষ ৫১ হাজার নাম চূড়ান্ত করে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আরো প্রায় ১৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে শোভনদেব বাবু বৈঠকে অভিযোগ তোলেন। জটিলতা এড়াতে রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই যাতে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নাম চূড়ান্ত করা হয় সেজন্য রাজ্যের কৃষি মন্ত্রী বৈঠকে দাবি তুলেছেন। অন্যদিকে, কিষান ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে বেসরকারি ব্যাংক গুলি যাতে আরো সদিচ্ছার পরিচয় দেয় তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন।