হাওড়া, ৬ সেপ্টেম্বর:- সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তা সারাই, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন, কোভিড টিকাকরনে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে ব্যাঁটরার চ্যাটার্জিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করেন বামকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরেই হাওড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। বারে বারে প্রশাসনকে জানানো হলেও ফল হয়নি কিছুই। পাশাপাশি গত প্রায় ৩ বছর হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ার ফলে সমস্যা আরও বেড়েছে বলেও এদিন অভিযোগ করেন বাম নেতৃত্ব। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে হাওড়ার চ্যাটার্জীপাড়ার মোড়ে অবরোধ করার ফলে অফিস টাইমে যানজট তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।