কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম বৈঠক। ওই কাউন্সিলের চেয়ারপার্সন হিসাবে মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন। রাজ্যের নতুন ১১ জন আদিবাসী বিধায়ককে কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়াও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারা আমন্ত্রিত সদস্য হিসেবে ওই পরামর্শদাতা কাউন্সিলে রয়েছেন। ঝাড়খণ্ড অনুশীলন পার্টির কেন্দ্রীয় সভাপতি আদিত্য কিস্কু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভোলানাথ মাহাতো কেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আদিবাসী সংগঠন পারগানা মহলের নেতা শিবশঙ্কর সরেন, শুকচাঁদ সরেন এবং বিরবাহা সরেন টুডুও ওই বৈঠকে আমন্ত্রিত।
Related Articles
শহীদ দিবসে শহীদের স্মৃতিতে বৈদ্যবাটিতে রক্তদান , ডানকুনিতে বৃক্ষরোপন , জেলাজুড়ে এইভাবেই পালন ২১ শে জুলাই।
তরুণ মুখোপাধ্যায় , ২১ জুলাই:- করোনার আবহে এবছর একুশের শহীদ দিবস একটু অন্যরকম ভাবে পালিত হল। ধর্মতলার সেই জনজোয়ারের চেনা ছবিটা চোখে না পড়লেও এই দিনটির তাৎপর্য এবং মহত্ব অপরিসীম সেটা বুঝিয়ে দিল তৃণমূল কর্মীর। এদিন ভোর থেকেই জেলার বিভিন্ন স্থান জুড়ে তৃণমূল কর্মীরা পতাকা উত্তোলন রক্তদান বৃক্ষরোপণ এর মাধ্যমে শহীদ স্মরণ পালন করেন। আরামবাগ […]
এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড।
কলকাতা , ২৯ জুলাই:- এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড। ঝাড়খণ্ডের জামতারা থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইহাটি বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ অভিযোগে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেই তদন্তে উঠে আসে জামতারা গ্যাংয়ের লিংক। সেই তথ্য ধরেই দুজনকে গ্রেপ্তার করেছিল […]
লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা দু কোটি পেরোলো।
কলকাতা, ৩ অক্টোবর:- রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা ২ কোটি পার করল। সদ্য সমাপ্ত দুয়ারে সরকার কর্মসূচিতে আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার তার সঙ্গে […]