হাওড়া, ১৬ আগস্ট:- এবার আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য। হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে মানুয়ার খান নামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও তিনজন।
আহত মানুয়ার খান ভর্তি রয়েছেন দক্ষিণ হাওড়া হাসপাতালে। এলাকায় বেআইনি কাজের প্রতিবাদ করায় এই হামলার ঘটনা বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। এর সাথে সিপিএমের যোগ নেই।