এই মুহূর্তে কলকাতা

টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে।

কলকাতা , ২৭ অক্টোবর:- টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৫৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ৫৭ হাজার ৭৭৯ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ১৪ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৭ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৯১৭ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১১ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৪ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৬০৪ জন। যার মধ্যে ২ হাজার ১৩৯ জন কলকাতা ও এক হাজার ৫০৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩৭ হাজার ১৭২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৩ লাখ ৮২ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।