এই মুহূর্তে জেলা

শান্তি ও সম্প্রীতির বার্তার দিতেই শেওরাফুলি ১০ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন।

হুগলি, ২২ আগস্ট:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দিন রাখি উৎসব পালন হল। এলাকার মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরা। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানান রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি উৎসবের ডাক দিয়েছিলেন তা আজও অম্লান।

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ রাজ্যজুড়ে সৌভ্রাতৃত্বের এই দিনটি পালন করা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষকে শান্তি সম্প্রীতির বন্ধনে জুড়েছেন কোন ভেদাভেদ নয় কোন জাত নয় এই মন্ত্র আমাদের শিখিয়েছেন আমাদের প্রিয় দিদি। সেই কথা মাথায় রেখেই আজকে আমরা এই রাখি বন্ধন এর মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি বাণী ছড়িয়ে দিতে চাই।