হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের হাতে তৈরি পাঞ্জাবিতে রং তুলি দিয়ে এঁকেছেন সিঙ্গুরের বুড়াশান্তি গ্রামের পেশায় চিকিৎসক তপন কুমার রায়। দীর্ঘ দুই মাস ধরে রঙিন ক্যানভাসে তুলির টানে ভারতের মানচিত্র সহ স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও দেশাত্ববোধক বাণী লিখেছেন। জাতীয় পতাকার নীল চক্রে যে ২৪ টি রেখা রয়েছে, তার যথার্থতা ফুটিয়ে তুলেছেন রং তুলির মাধ্যমে। সেই বার্তা দিতে স্বাধীনতার দিন সকালে সাইকেলে জাতীয় পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়ান সিঙ্গুরের বিভিন্ন গ্রামে গ্রামে।
নতুন প্রজন্মকে জাতীয় পতাকার বৈশিষ্ট্য তুলে ধরাই মূল লক্ষ। পেশায় চিকিৎসক হলেও সাইকেল চালিয়ে দেশ বিদেশ ভ্রমণ করার নেশা প্রবল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ ও মুজিবর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে সিঙ্গুর থেকে ৫৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে বাংলাদেশ গিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তেনজিং নোরগের ১০৫ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে দার্জিলিং মাউনটেনিং ইনস্টিটিউট থেকে কার্শিয়াং পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়েছিলেন। প্রতি বছর স্বাধীনতার দিনটা বাড়িতে বসে কাটালেও, এই বছর অন্য ভাবনা নিয়ে স্বাধীনতার দিনটি নিজের হাতে আঁকা পাঞ্জাবি পড়ে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিলেন তিনি।