অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- লড়াইটা খাতায় কলমে ১ আর ২ নম্বরের। যদিও ৬ পয়েন্ট এগিয়ে মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট । অন্যদিকে পঞ্জাব এফসির ১০ ম্যাচে ১৭। সেকারণে কল্যাণীতে ম্যাচ এককথায় লিগ নির্ধারণের ম্যাচ হতে চলেছে। যদি পঞ্জাব ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগানকে ছুঁতে না পারলেও, চাপে ফেলবে বিস্তর। আর বাগান জিতলে তো সবার থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ১ আর ২ এর ফারাক দাঁড়াবে ৯ পয়েন্টের। সাইরাস না থাকলেও পব়পর ২ ম্যাচ জিতেছে বাগান। ফ্রান গঞ্জালেসকে সামনে রেখে ভালোই কাজে দিচ্ছে ভিকুনার পরিকল্পনা। বাগানের স্প্যানিশ কোচ সেই পুরোনো পরিকল্পনাতেই দল নামাবেন। এছাড়া বাবার গোল পাওয়া স্বস্তি দিচ্ছে টিম বাগানকে। তবে বিপক্ষ দলে রয়েছে কিংসলে, লোবো, ডিকা, সঞ্জুর মতো ময়দান চেনা প্রাণভোমরারা। তবে সেই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাগান কোচ ভিকুনা। ডিকা আবার রয়েছে সেরা ফর্মে।
সে বিষয়ে ভিকুনা বলেন, প্রত্যেক দলেই কেউ না কেউ ভালো খেলোয়াড় রয়েছে । সে বিষয় নিয়ে ভাবলে চলবে না। পঞ্জাব ভালো ফুটবল খেলছে। সেকারণে ওদের সমীহ করছি, তবে ভয় পাচ্ছিনা। যদি আমরা ওদের মাটিতে গিয়ে কঠিন ম্যাচ জিতে আসতে পারি। তাহলে নিজেদের ঘরের মাঠে জিতব না কেন ! দল তো ভালো ফর্মে রয়েছে। আই লিগ জেতার ভাবনা কি শুরু হয়ে গিয়েছে ? তার কথায়, লিগ এখনো অনেক দূর বাকি রয়েছে। সেকারণে দল যেমন ফুটবল খেলছে, সেই ফুটবলটাই বজায় রেখে যেতে বলেছি। বাকি অন্য কিছুর দিকে মন দিতে বারণ করেছি। নিজের দলের আক্রমণ নিয়ে তিনি বলেন, ফুটবলে আক্রমণ না ভালো হলে কোনো কিছুই করা যায় না। বাবা, বেইতিয়ারা সেই কাজটা খুব সুন্দরভাবে আমাদের আক্রমণকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এদিকে পঞ্জাব কোচ বলেন, মোহনবাগানকে হারানো খুব একটা কঠিন কাজ নয়। সব দলেব় কিছু না কিছু দুর্বল দিক থাকে, মোহনবাগানেরও রয়েছে । ওদের ডিফেন্স আর গোলকিপিং ভালো নয়। সেই জায়গায় আমরা আক্রমণ করব। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে ওদের আমরা আটকাব।Related Articles
সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রোড রেস হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শলপ নেতাজি সংঘের উদ্যোগে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমজুড় থানার সামনে থেকে বিধায়ক কল্যাণ ঘোষ ও থানার আইসি শুভজিত মজুমদার পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ সৃচনা করেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা ডোমজুড় থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শলপে পৌঁছান। রাজ্যের […]
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চালু কোভিড-19 অ্যাপ।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনায় বন্ধ ক্রিকেট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তাজা, নাসিফ ইকবাল এবং নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের জন্য় এবার বাড়তি সতর্কতা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের জন্য থাকছে করোনা অ্যাপ! বিসিবি-র […]
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতার গলায় , রাজ্যে জিডিপি বৃদ্ধির দাবী।
কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু […]