অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- লড়াইটা খাতায় কলমে ১ আর ২ নম্বরের। যদিও ৬ পয়েন্ট এগিয়ে মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট । অন্যদিকে পঞ্জাব এফসির ১০ ম্যাচে ১৭। সেকারণে কল্যাণীতে ম্যাচ এককথায় লিগ নির্ধারণের ম্যাচ হতে চলেছে। যদি পঞ্জাব ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগানকে ছুঁতে না পারলেও, চাপে ফেলবে বিস্তর। আর বাগান জিতলে তো সবার থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ১ আর ২ এর ফারাক দাঁড়াবে ৯ পয়েন্টের। সাইরাস না থাকলেও পব়পর ২ ম্যাচ জিতেছে বাগান। ফ্রান গঞ্জালেসকে সামনে রেখে ভালোই কাজে দিচ্ছে ভিকুনার পরিকল্পনা। বাগানের স্প্যানিশ কোচ সেই পুরোনো পরিকল্পনাতেই দল নামাবেন। এছাড়া বাবার গোল পাওয়া স্বস্তি দিচ্ছে টিম বাগানকে। তবে বিপক্ষ দলে রয়েছে কিংসলে, লোবো, ডিকা, সঞ্জুর মতো ময়দান চেনা প্রাণভোমরারা। তবে সেই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাগান কোচ ভিকুনা। ডিকা আবার রয়েছে সেরা ফর্মে।
সে বিষয়ে ভিকুনা বলেন, প্রত্যেক দলেই কেউ না কেউ ভালো খেলোয়াড় রয়েছে । সে বিষয় নিয়ে ভাবলে চলবে না। পঞ্জাব ভালো ফুটবল খেলছে। সেকারণে ওদের সমীহ করছি, তবে ভয় পাচ্ছিনা। যদি আমরা ওদের মাটিতে গিয়ে কঠিন ম্যাচ জিতে আসতে পারি। তাহলে নিজেদের ঘরের মাঠে জিতব না কেন ! দল তো ভালো ফর্মে রয়েছে। আই লিগ জেতার ভাবনা কি শুরু হয়ে গিয়েছে ? তার কথায়, লিগ এখনো অনেক দূর বাকি রয়েছে। সেকারণে দল যেমন ফুটবল খেলছে, সেই ফুটবলটাই বজায় রেখে যেতে বলেছি। বাকি অন্য কিছুর দিকে মন দিতে বারণ করেছি। নিজের দলের আক্রমণ নিয়ে তিনি বলেন, ফুটবলে আক্রমণ না ভালো হলে কোনো কিছুই করা যায় না। বাবা, বেইতিয়ারা সেই কাজটা খুব সুন্দরভাবে আমাদের আক্রমণকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এদিকে পঞ্জাব কোচ বলেন, মোহনবাগানকে হারানো খুব একটা কঠিন কাজ নয়। সব দলেব় কিছু না কিছু দুর্বল দিক থাকে, মোহনবাগানেরও রয়েছে । ওদের ডিফেন্স আর গোলকিপিং ভালো নয়। সেই জায়গায় আমরা আক্রমণ করব। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে ওদের আমরা আটকাব।Related Articles
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। সিদ্ধান্ত নিল হাওড়ার ব্যাঁটরা থানা।
হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর […]
এই মুহূর্তে তৃণমূল হার্লে- ডেভিডিশনের স্প্রীড এ রয়েছে – মদন মিত্র।
হাওড়া , ১২ জুন:- যীশুখ্রীষ্ট থেকে বুদ্ধদেব, সব ধর্মের একটাই শেষ কথা ক্ষমাই পরম ধর্ম। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনই উপমা টেনে আনলেন তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে তিনি ওই মন্তব্য করেন। সাংবাদিকেরা প্রশ্ন করেন, দিদি গদ্দারদের ফেরাবেন না বলেছেন, তাহলে মুকুল রায় কি গদ্দার নয়? […]
গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে জীবন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ আগস্ট:- হুগলি জেলার খানাকুলের বানভাসী মানুষের অসহায় অবস্থা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন কাটচ্ছেন বন্যা কবলিত অসহায় মানুষেরা। ধীরে ধীরে বন্যার জল কমলেও এখনও জলবন্দি কয়েক হাজার মানুষ। পাশাপাশি গৃহপালিত পশু গুলিও জলবন্দি হয়ে পড়েছে। এই সমস্ত গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে […]