এই মুহূর্তে জেলা

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সংগঠনের বিরুদ্ধে।

 

মালদা,৮ ফেব্রুয়ারি:- জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন মালদা জেলা শাখার সাধারণ সভায় রাজ্য এবং জেলার সরকারি আধিকারিক এবং কর্মীদের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং বুদ্ধিজীবীরা। অভিযোগ শনিবার মালদা সেচ দপ্তরে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সরকারি কর্মচারীদের সাধারণ সভা। সেখানে দেখা যায় সংগঠনের পতাকা উত্তোলন না করে অশোক স্তম্ভ লাগানো ভারতীয় জাতীয় পতাকা অবহেলিত এবং পায়ের নিচে মাটিতে ফেলে উত্তোলন করা হচ্ছে। এখানেই শেষ নয় জাতীয় পতাকায় নিজেদের সংগঠনের নাম লেখা হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি উত্তোলিত জাতীয় পতাকা নামানো হয়। এই বিষয়ে উপস্থিত সংগঠনের রাজ্য কোর কমিটির সদস্য সুজন বন্ধু ঘোষ কার্যত ভুল স্বীকার করে নেন। তিনি বলেন বিষয়টি তার অজান্তেই ভুল হয়ে গেছে। তারা এই পতাকা নামিয়ে নিচ্ছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.