এই মুহূর্তে জেলা

জলের সংযোগ দেওয়া নিয়ে গন্ডগোল হাওড়ার নিশ্চিন্দায়।

হাওড়া, ১৭ জানুয়ারি:- বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনা এবার নিশ্চিন্দার সাঁপুইপাড়ায়। ঘটনায় গুলি চলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রমেশ নামের মূল অভিযুক্ত। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডোমজুড় বিধানসভার সাঁপুইপাড়া ১২ নম্বর পোল এলাকায় সরকারি পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লাইন পাতার কাজ হচ্ছিল।

অভিযোগ সেই সময় ওই এলাকারই এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে এসে তার বাড়িতে আগে সংযোগ দিতে হবে বলে দাবি করতে থাকেন। এলাকার অন্যান্য বাসিন্দারা এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি কোমর থেকে আগ্নেয়াস্ত্র বার করে প্রথমে মাটিতে এবং তারপর শূন্যে ফায়ারিং করেন বলে অভিযোগ। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।