কলকাতা, ১৩ জুলাই:- মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করে ঠিক কাজ করা হয়েছে ,আমাদের দল যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান করবে করবে এতে কেন বিজেপির গাত্রদাহ হচ্ছে। যখন চার্জশিটে বিজেপি ওর নামটা বাদ দিয়েছিল তখন কি ভেবেছিলো মুকুল একদিন পিএসসির চেয়ারম্যান হবে। বিজেপিতে থাকলেই সাতখুন মাপ আর তৃণমূলে এলে যত দোষ। আবারো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে ঠিক কাজ করছে আরো বেশি করে এ রকম কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আজ সন্ধ্যায় হুগলির মাহেশের জগন্নাথ দর্শন এসে তৃণমূল নেতা মদন মিত্র এই ভাবেই তার প্রতিক্রিয়া দিলেন তিনি বলেন কে কি পুজো করবে কে কি ধর্ম করবে সেটা কি বিজেপির কাছ শিখতে হবে বিজেপির এখন এমন অবস্থা হয়েছে দলটাই একদিন শেষ হয়ে যাবে।
যারা একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে বেগম মমতা বলেছিলেন তাদের একবার বলব তোমরা এসে একবার দেখে যাও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কি আমূল পরিবর্তন করে দিয়েছেন ৬২৫ বছরের প্রাচীন ঐতিহাসিক এই দেবস্থানকে। এদিন তিনি প্রভু জগন্নাথ দেবের সামনে বসে ভগবানের নাম গান করেন এবং সন্ধ্যারতিতে অংশ নেন। জগন্নাথ মন্দিরে মদন মিত্র এসেছেন শুনে সন্ধ্যা আরতি দেখতে আসা ভক্তরা এবং আশপাশের এলাকা থেকে ও বহু মানুষ এসে তাকে অভিনন্দন জানান।