হুগলি , ৭ জুন:- হঠাৎ বজ্রপাতের জেড়ে আরামবাগ মহকুমায় একই সাথে পাঁচ জনের মৃত্যু এবং আহত তিন। মৃতেরা হলেন, খানাকুলের বালিপুরের হেমন্ত গুছাইত ( ৪৩) ও মালাবিকা গুছাইত ( ২৮) জগৎনাথপুরের শিশির অধিকারী ( ৬৮) গোবিন্দপুরে কানাই লহরী এবং গোঘাটের নরসিংহ বাটির আনন্দ রায়। জানা গিয়েছে, খানাকুলে এক দম্পতির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলেরর বালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি একই কারনে গোঘাটের নরসিংহবাটিতেও বজ্রপাতের জেরে এক জন্য ব্যক্তির মৃত্যু হয়।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, খানাকুলে বজ্রপাতের জেড়ে মৃত দম্পত্তির নাম হেমন্ত গুছাইত ( ৪৩) ও মালাবিকা গুছাইত( ২৮)।
স্থানীয়দের দাবী, মাঠে বাদাম তুলছিলেন হেমন্ত ও মালবিকা। হঠাৎ করে কালো মেঘে আকাশ ভরে যায়। বজ্রপাতের শব্দে ও বিদ্যুৎতের ঝলকানিতে সারা এলাকা আলোতে ভরে যায়। ঘটনা স্থলেই লুঠিয়ে পরে ওই দম্পতি। প্রতিবেশিরা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। একই ভাবে গোবিন্দপুর, জগৎনাথপুরে দুইজন মারা যান অপরদিকে গোঘাটের নরসিংহ বাটিতেও একই ঘটনা ঘটে। সবমিলিয়ে এই ঘটনায় শোকের ছায়া আরামবাগ মহকুমা জুড়ে। অন্যদিকে বজ্রপাতে মৃত্যু তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা গ্রামের কৃষক সঞ্জীব সামন্ত(43), নাইটা মালপাহাড়পুর গ্রামের কৃষক শৈল মালিক(40)। হরিপাল থানার দিলীপ ঘোষ(50) নামে এক কৃষকের। সিঙ্গুর থানার নসিবপুর গ্রামের সুস্মিতা কোলে(32) নামে এক মহিলা।