এই মুহূর্তে জেলা

মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা , আটক এক।

হুগলি , ৭ জুন:- মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা, আটক একজন। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের অভিযোগ বেশ কিছুদিন ধরে একটি মুদিখানা দোকান থেকে মদ বিক্র হয়। পাশেই চলে মদের ঠেক। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। রবিবার গভীর রাতে মদ্যপ এক ব্যক্তি অক্সিজেন পার্লারে ঢুকে পড়ে। ক্লাবে কর্তব্যরত মহিলা ভলেন্টিয়ারদের সঙ্গে অভদ্রতা করে। উত্তরপাড়া ভদ্রকালী শিবতলা স্ট্রীট এলাকার প্রগতি সংঘ ক্লাবে অক্সিজেন পার্লার থেকে দিন রাত ২৪ ঘন্টার পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে। পালা করে স্বেচ্ছাসেবীরা কাজ করেন। গতকাল রাতের সিফটে পাঁচজন মহিলা ছিলেন।

সেসময় এই ঘটনা ঘটে। পুলিশকে খবর দিলে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে।সুমনা ঘোষ নামে এক ভলেন্টিয়ার জানিয়েছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এরকম চলতে থাকলে অক্সিেজেন পার্লার বন্ধ করে দিতে বাধ্য হবেন। ক্লাস সদস্য সুরজিৎ চৌধুরী বলেন, অনেক কষ্ট করে এই অক্সিজেন পার্লার চলছে। করোনার সময় মানুষকে রিলিফ দিতে।এখন কিছু মদ্যপের জন্য তা বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে এলাকার মানুষেরই। গত তিন মাস ধরে মদের কারবার চলছে, আমাদের যদি বলা হয় নিরাপত্তা দিতে পারবে না তাহলে এই অক্সিজেন পার্লর বন্ধ করে দেবো। উত্তরপাড়া থানার পুলিশ ক্লাব সদস্যদের অক্সিজেন পার্লার চালাতে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।