কলকাতা , ২৯ মে:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে লকডাউন এর মতো কঠোর বিধি-নিষেধ জারি করার ফলে সংক্রমণের হার কমেছে বলে তার দাবি। মুখ্যমন্ত্রী বলেন পরবর্তী আরও ১৫ দিন এই কঠোর বিধি-নিষেধ জারি থাকলে সংক্রমণ আরো অনেকটাই কমে আসবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার সম্প্রতি ৩৩ শতাংশ থেকে কমে ১৮-১৯ শতাংশে নেমে এসেছে। এর জন্য রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুহার ০.৫৬ শতাংশে নেমেছে। যা প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই কম।
এদিকে রাজ্যে করোনার টিকাকরণএর অগ্রগতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যের ১.৪ কোটি লোককে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে গরিব মানুষ এবং পেশার তাগিদে যারা বহু মানুষের সংস্পর্শে আসেন যেমন অটো-টোটোচালক, রিক্সাওয়ালা, ট্যাক্সিচালক, বাস ড্রাইভার-কন্ডাক্টর, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, ডাক্তার, নার্স, পুলিশ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্য সরকার এখনও পর্যন্ত এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং সংবাদমাধ্যম মিলিয়ে ১ কোটি ৪০ লক্ষ লোককে করোনার টিকা দিয়েছে। টিকার অপ্রতুলতা সত্ত্বেও এ ব্যাপারে রাজ্য সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন টিকাকরণ কর্মসূচি কে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের কাছে আরও তিন কোটি ডোজ টিকা চাওয়া হয়েছে।