এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিবের দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৯ মে:- মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করতে তিনি অনুরোধ জানান। মুখ্যসচিবকে দিল্লি তলবের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে এবং তার প্রশাসনিক কর্তাদের অপমান করা হচ্ছে। মুখ্য সচিব বাঙালি বলেই তার প্রতি এই বিরাগ কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, তিনি এবং মুখ্যসচিব সহ গোটা সরকার যখন করোনা অতিমারি এবং ইয়াস বিপর্যয়ের ধাক্কা থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করছেন, তখন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। মমতা অভিযোগ করেন, নির্বাচনে হার মেনে নিতে না পেরেই কেন্দ্রের শাসক দল বিজেপি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এমন আচরণ করছে ৷

এ ভাবে মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়ে অন্যান্য রাজ্যের মুখ্যসচিব এবং আইএএস অফিসারদেরও অপমান করা হচ্ছে ।কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে রাজ্যের তবে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। অন্যদিকে গতকাল কলাইকুন্ডা বিমানবন্দরে তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কে ঘিরে ভুল খবর ছড়ানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা অসৌজন্যর অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করেছিলেন। পরে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দীঘায় যান। তিনি আরো অভিযোগ করেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা বলা হলেও রাজ্যের ঘূর্ণি ঝড়ের ক্ষয়ক্ষতি সংক্রান্ত ওই পর্যালোচনা বৈঠক বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে পরিণত হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের দিক থেকে সাংবিধানিক রীতি নীতি বা শিষ্টাচারের কোনরকম ত্রুটি হয়নি।