হাওড়া, ১০ আগস্ট:- পঞ্চায়েত ভোটের নামে প্রহসনের অভিযোগ। বালির অভয়নগরে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন কালো পোশাক পরে একযোগে প্রতিবাদ বিজেপি-নির্দল সদস্যদের। বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল আজ। বিজেপির তরফ থেকে কালো পতাকা লাগিয়ে এবং কালো ব্যাজ ও কালো পোশাক পরে এদিন প্রতিবাদ জানানো হয়।
বিজেপির পাশাপাশি নির্দলের জয়ী প্রার্থীরাও প্রতিবাদ জানান। কালো পোশাক পরে তাঁরা এদিন প্রতিবাদ জানান। পঞ্চায়েতে যেভাবে ভোট লুট এবং জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে তারই প্রতিবাদে কালা দিন ঘোষণা করে প্রতিবাদ জানান বিজেপি এবং নির্দল প্রার্থীরা। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।