এই মুহূর্তে কলকাতা

সুপ্রিম কোর্টে কেন , নারদ মামলায় প্রশ্নের মুখে পড়ল সিবিআই।

কলকাতা , ২৪ মে:- রবিবার মধ্যরাতে চমক দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে CBI। আর সেই সূত্রেই সোমবার কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু হতেই মামলার শুনানি এক দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান সিবিআইয়ের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সলিসিটর জেনারেল তুষার মেহেতা, কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চকে জানান, দুই বিচারপতির রায়ের বিরুদ্ধে সিবিআই, ইতোমধ্যেই সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে এবং আগামীকাল সেটির শুনানির আর্জি জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির দিন পরশু অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।

বেঞ্চ তাঁকে জানায়, রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগামী কয়েকদিন আদালতে শুনানি সম্ভব নাও হতে পারে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। এরপরই অভিযুক্ত পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাঝরাতে সিবিআই সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করেছে। আর আমাদের তা জানানো হয়েছে সকালে। জামিনের মামলা তো শোনাই হয়নি। আমরা আগের দিন দুপুর ২টোয় মামলা শোনার আর্জি করেছিলাম। কিন্তু তখন বৃহত্তর বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেওয়া হয়। আমি জানি না একে কি পিটিশন বলব? নাকি রিট না অন্য কিছু ?