এই মুহূর্তে কলকাতা

ফুরফুরার গ্রামীণ হাসপাতালের শয্যা বারানোর সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ১১ জানুয়ারি:- ফুরফুরা শরীফের গ্রামীণ হাসপাতালের শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে ৩০ শয্যার এই গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৬ টি নতুন মেডিক্যাল কলেজের জন্য ১০২জন অধ্যাপক নিয়োগ করার সিদ্ধান্ত ও এদিনের মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

কলেজগুলি হল শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ উলুবেড়িয়া, বারাসাত সরকারি মেডিকেল কলেজ, তম্রলিপ্ত মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ। এই ছয় টি নতুন মেডিক্যাল কলেজে অধ্যাপক ছাড়াও ১১ জন করে সহযোগী অধ্যাপক, ছটি কলেজ মিলিয়ে সহকারী অধ্যাপক ১২০ জন এবং প্রতি কলেজ ২৪ জন করে, মোট ১৪২ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত ও এদিনের মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।