এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে আরামবাগ পৌরসভা।

মহেশ্বর চক্রবর্তী , ২৪ মে:- করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আরামবাগ পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার।এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে আরামবাগ পৌরপ্রশাসনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে প্রায় ৫০ জনের মতো ব্যক্তি রক্তদান করেন। লকডাউন চলায় কোভিড প্রোটোকল মেনে আরামবাগ মহকুমা হাসপাতালের মেডিকেল টিম রক্ত সংগ্রহ করেন। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদান শিবির হয়। ডায়ালিসিস ও থ্যালাসেমিয়া রোগিসহ অন্যান্য মুমূর্ষু রোগীর রক্তের সর্বোদা প্রয়োজন হয়। এই জন্য আরামবাগ পৌরসভার পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে আরামবাগ পৌরসভার উদ্যোগে এই রক্তদান শিবিরে আয়োজন করায় এলাকার মানুষ সাধুবাদ জানায়।