এই মুহূর্তে জেলা

থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে রক্তদান শিবির, উদ্বোধন এম্বুলেন্সের, বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডে।

হুগলি, ৩০ এপ্রিল:- থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। রবিবার সকালে বউ বাজারে উৎসবের মেজাজে রক্তদিলেন রক্তদাতারা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ও কাউন্সিলর রাজু পাড়ুই।

এ দিন সুবীর ঘোষ বলেন, রক্তের চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি মোট তিনটে ব্লাড ব্যাঙ্কের উপস্থিতিতে ৪৩ টি স্বনির্ভর গোষ্ঠীর শতিনেক মহিলা স্বেচ্ছায় রক্তদান করেছেন যেটা এক কথায় নজির বিহীন। কাউন্সিলর রাজু পাড়ুই বলেন, গরীব মানুষের সুবিধার্থে সুবীর ঘোষের সহযোগিতায় নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। এদিন তার সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।