এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে এবার সরব মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আজ এ জন্য পর্যাপ্ত পরিমাণ টিকার জোগান দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন সরকারি নীতি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা দেওয়ার জন্য কুড়ি লক্ষ ভ্যাকসিনের ডোজ প্রয়োজন। যার অভাবে এদের টিকাকরণের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারি করোনা যোদ্ধাদের পাশাপাশি রেল, ব্যাংক, ডাক বিভাগ, বিমানবন্দর ও বন্দরের কর্মীরা জরুরী পরিষেবা অক্ষুন্ন রাখতে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। বয়স নির্বিশেষে এদের দ্রুত টিকা করণের প্রয়োজন। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এদের টিকাকরণের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেন। দ্রুত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।