হাওড়া , ২০ মে:- রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। যেমন দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট করে থাকেন। ওনাকে রাজ্যপাল পদে না রেখে বিজেপির কোনও পদে আনা উচিত। বৃহস্পতিবার সকালে হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূল নেতা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি বিজেপি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেন তিনি। এদিন অরূপ রায় আরও বলেন, “বিজেপি জনগণের রায়ে হেরে গেছে। তারপরেও ওরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে শক্তি প্রদর্শন করছে।প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম করা হচ্ছে। এরকম বেশিদিন চলবে না। দেশের লোক বেশি দিন তা সহ্য করবে না। এখন এই পরিস্থিতিতে যেখানে মানুষকে অক্সিজেন দিতে হবে, হাসপাতালে পরিকাঠামো উন্নত করতে হবে, সকলকে ভ্যাকসিন দিতে হবে এসব না করে সিবিআইকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এটা ঠিক নয়। দেশের মানুষ এটা সহ্য করবে না। পরবর্তী নির্বাচনে এরা তা বুঝে যাবে।”