এই মুহূর্তে কলকাতা

বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে অন হুইলস প্রকল্প চালু।

কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে এই প্রকল্পের সূচনা হয়েছে। লিভার ফাউন্ডেশনের কর্তা অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে অক্সিজেন কনসেনট্রেটেড এবং গাড়ির সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ৭০৪৪০ ৪১০১০ ও ৭০৪৪০ ৪১০১৫- এই দুই নম্বরে ফোন করে শ্বাসকষ্টের রোগীর যোগাযোগের ঠিকানা দিলে বিগত দিনের যেকোনো সময় বিনামূল্যে পরিষেবা মিলবে।