এই মুহূর্তে জেলা

সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠল টাকা নিয়ে রোগী ভর্তি করানোর।


উঃ২৪পরগনা , ৮ মে:- কলেজ অফ মেডিসিন সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বিরুদ্ধে অভিযোগ উঠল। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের পরিবারের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ঘুষ নিয়ে ভর্তি করানো সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেড ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। বেড নেই বলে নিচে ইমার্জেন্সির সামনে প্রচুর পরিমাণে রোগী মেঝেতে এবং বসার জায়গা স্ট্রেচার মধ্যে শুয়ে রয়েছে বাইরে প্রচুর পরিমাণে রোগীরা বসে রয়েছে। কিন্তু ভর্তি হতে পারছে না সারা রাজ্যের সাথে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল একই চিত্র ধরা পরল।

এবং এখানে অবশ্য অন্য অভিযোগ উঠল টাকা নিয়ে রোগী ভর্তি করানো 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত রেট উঠছে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা যে বেহাল এবং ভেঙে পড়েছে তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধরা পড়ছে সর্বোচ্চ যেভাবে কাটমানি খাওয়া তোলাবাজি করা তারি ফলস্বরূপ ।সাগর দত্ত মেডিকেল কলেজে রোগী ভর্তির ক্ষেত্রে টাকা তোলাবাজির দুর্নীতির অভিযোগ করছে রোগীর পরিবারের লোকেরা তারা আরও অভিযোগ করছে টাকা দিয়ে ভর্তি করে আমরা বুঝে উঠতে পারছিনা রোগীকে বেড দেয়া হয়েছে কিনা অক্সিজেন দেওয়া হচ্ছে কিনা বা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। এইরকম অরাজগতা চলছে কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।