সুমনা রায় , ২ মে:- সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পাশাপাশি হুগলি জেলায় বিপুল আসনে জয়লাভ করল তৃণমূল। সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলা জুড়ে প্রবল গেরুয়া ঝড় উঠলেও শেষমেশ নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। রবিবার হুগলি জেলায় বিধানসভা ভোটের ফল প্রকাশ হতেই আরামবাগ মহকুমায় গেরুয়া ঝড় উঠল। আর সবুজ ঝড়ে ভাসল শ্রীরামপুর, চন্দননগর ও হুগলির মানুষ। এক-কথায় আরামবাগ মহকুমা বাদ দিলে হুগলি জেলা জুড়ে নিজেদের গড় ধরে রাখল মা-মাটি-মানুষের দল তৃণমূল।শেষ খবর পাওয়া অনুয়ায়ী হুগলি জেলায়, শ্রীরামপুর লোকসভায় ছয়টি আসনেই তৃণমূল জিতেছে। হুগলি লোকসভায় সাতটি আসনের মধ্যে সাতটিতেই তৃণমূল জিতেছে। আরামবাগ লোকসভায় ছয়টা আসনের মধ্যে চারটে বিজেপি জিতেছে।
তৃণমূল দুটিতে জিতেছে। হুগলিতে ১৮ টি আসনের মধ্যে ১৪টা তৃণমূল জিতেছে। চারটে বিজেপি জিতেছে। সংযুক্ত মোর্চা এবার খাতাই খুলতে পারেনি। আকৃষ্ট হয়েছিলেন। কিন্করোনা ও আম্ফানে বিজেপির নেতা ও সাংসদদের সেভাবে মানুষ হাতের কাছে পায়নি। পাশাপাশি তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্প, স্বাস্থসাথি কার্ড সহ একাধিক প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারন মানুষ। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জী বলেন, হুগলিতে এই ফল আমরা আশা করিনি। কিন্তু মানুষ ভোট দিয়েছেন। তাই মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। পরে আমরা সাংগঠনিক স্তরে হারের কারন নিয়ে আলোচনা করব।চাঁপদানী কেন্দ্রে প্রথম ভোটে দাঁড়িয়েই হেভিওয়েট আব্দুল মান্নান কে তৃতীয় স্থানে ঠেলেছেন তৃণমূল প্রার্থী অরিন্দম গুই। প্রায় ৩০ হাজার ভোটে জিতে অরিন্দম বলেন,আমি দিদির দূত হয়েই কাজ করব।