এই মুহূর্তে কলকাতা

ভাতারে দুর্ঘটনায় ভোট কর্মী বদল।

কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে আরো ৭ জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়। ইভিএম সহ অন্যান্য ভোট সরঞ্জামের কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছে কমিশন।