এই মুহূর্তে কলকাতা

শেষ দুই দফার ভোট একসঙ্গে হবে না , ডেরেক ও ব্রায়ানকে চিঠি দিয়ে স্পষ্ট করলো কমিশন।

কলকাতা , ২১ এপ্রিল:-শেষ দুই দফার নির্বাচন এক সঙ্গে করা হবে না। আজ চিঠি দিয়ে ডেরেক ও ব্রায়ানকে স্পষ্ট করে দিল কমিশন। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেষ দুই দফা একসঙ্গে করার দাবি জানানো হয়েছিল কমিশনের কাছে। সেই চিঠির উত্তর দিল কমিশন।সেখানে জানানো হয়েছে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারের সময় কমানো হয়েছে। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। করোনা বিধি মেনে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। চিঠিতে কমিশন আরো জানিয়েছে, নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয় বহু দিন আগে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে। এটি একটি জটিল ও দীর্ঘময়াদী প্রক্রিয়া। তাই শেষ দুই পর্যায়ের ভোট গ্রহণ একদিনে করার বিষয়টি যুক্তি সঙ্গত নয়।